আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় মাদক সেবন ও বিক্রির অপরাধে গোবিন্দপুর গ্রামের সোয়াদ আলীর ২ বছর বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এ সময় জরিমানার টাকা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গতকাল শনিবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি আলম নূর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর ঈদগাপাড়ার মৃত ছানোয়ার হোসেনের ছেলে সোয়াদ আলী (৩৫) দীর্ঘদিন মাদক সেবন করে আসছিলো। সে মাদক সেবনের পাশাপাশি বিক্রি করতো বলেও অভিযোগ রয়েছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই লিটন কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে সোয়াদের বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করেন। আটকের পর উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সোয়াদ আলীকে ২ বছরের বিনাশ্রম কারাদ- ও ১ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে আরও ৭দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। এ সময় আলমডাঙ্গা থানার এসআই লিটন কুমার, এএসআই মোস্তফাসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।