আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় মাদক সেবনের দায়ের ভ্রাম্যমাণ আদালতে স্টেশনপাড়ার রবিউল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- ও ২শ টাকা জরিমানা করেছেন। রোববার দুপুরে আলমডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন মুন্নির চায়ের দোকানের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর।
জানা গেছে, পৌর এলাকার স্টেশনপাড়ার রেজাউল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৬) দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনকালে রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করে। আটকের উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরকে সংবাদ দেয়া হয়। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেলস্টেশন সংলগ্ন মুন্নির চায়ের দোকানের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে রবিউল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- ও ২শ টাকা জরিমানা করেন। এসময় আলমডাঙ্গা থানার এসআই সঞ্জিত সাহাসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।