স্টাফ রিপোর্টার: হরিণাকুণ্ড চাঁদপুরের বিল্লাল হোসেনকে (৪৫) আটক করেছে র্যাব। গতকাল সোমবার বিকেলে তাকে আটক করে ঝিনাইদহ সদর থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। বিল্লাল হোসেন মাদক মামলায় দেড় বছর ও ৮ মাসের কারাদণ্ডাদেশ প্রাপ্ত ফেরারী।
জানা গেছে, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানাধীন চাদপুর এলাকায় অভিযান পরিচালনা করে। চাঁদপুরের মৃত মসলেম মন্ডলের ছেলে বিল্লাল হোসেনকে আটক করে। হরিণাকুণ্ডু থানার একাধীক মামলায় দণ্ডাদেশ প্রাপ্ত আসামি বিল্লাল দীর্ঘদিন ধরে ফেরারী ছিলো। র্যাব জানিয়েছে, আটককৃতকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।