মাদক ও অপরাধমুক্ত দর্শনা গঠনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে
দর্শনায় ৪ পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনাকালে মেয়র মতিয়ার রহমান
দর্শনা অফিস: মাদক উদ্ধার, আসামি গ্রেফতার, অপরাধ দমন ও আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ভূমিকাসহ স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য চুয়াডাঙ্গা জেলার ৪ পুলিশ কর্মকর্তাকে দর্শনা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে দর্শনা প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে দর্শনা পৌর মেয়র দর্শনা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মতিয়ার রহমান বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ ও জাতির কল্যাণে কাজ করা ৩ স্তরের মানুষ আজ দর্শনা প্রেসক্লাবে সমবেত হয়েছে। সুশীল সমাজ গঠনে এ তিন স্তরের মানুষের কোনো বিকল্প নেই। পুলিশ যেমন অপরাধ দমনসহ নাগরিক নিরাপত্তা দিতে সচেষ্ট, সাংবাদিকরা তেমনি সমাজের অজানা চিত্র তুলে তাদের ক্ষুরধার লেখনির মধ্য দিয়ে কলূষমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখে। সেই সাথে রাজনৈতিক ব্যক্তিত্বরা দেশ ও জাতির উন্নয়নে নিজেকে নিয়োজিত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন। তাই আসুন মাদক ও অপরাধমুক্ত দর্শনা গঠনে সকলে ঐক্যবদ্ধভাবে সাংবাদিক ও পুলিশকে সহযোগিতা করি। শুরুতেই অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় প্রেসক্লাবের পক্ষ থেকে। আলোচনা শেষে আইজিপি পুরস্কারপ্রাপ্ত চুয়াডাঙ্গা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লা, জেলার শ্রেষ্ঠ অফিসার দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহব্বুর রহমান কাজল, আইজিপি পদকপ্রাপ্ত দর্শনা থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মাহবুবুর রহমান ও চুয়াডাঙ্গা ট্রাফিক সার্জন মৃত্যুঞ্জয় বিশ্বাসকে দর্শনা প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। পুলিশি মিশনে কলিমুল্লাহ দেশের বাইরে অবস্থান করায় তার পক্ষে এ স্মারক গ্রহণ করেন দর্শনা থানার ওসি মাহব্বুর রহমান কাজল। দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দর্শনা পৌর প্রবীন কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশাররফ হোসন। আলোচনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, সাবেক সভাপতি হানিফ ম-ল ও ইকরামুল হক পিপুল। উপস্থাপনা করেন সাংবাদিক কামরুজ্জামান যুদ্ধ।