চুয়াডাঙ্গার দর্শনায় মাদকসহ একজন আটক
স্টাফ রিপোর্টার: দর্শনা সিএন্ডবিপাড়ার মনির জোয়ার্দ্দারকে ফেনসিডিল ও ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ মালিকানাধীন মোটর গ্যারেজের ভেতর থেকে তাকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ৪৬ বোতল ফেনসিডিল ও ৪০ পিস ইয়াবা। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে দর্শনা থানায় সোপর্দ করা হয়। আটককৃত মনির জোয়ার্দ্দার চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার সিএন্ডবিপাড়ার লিয়াকত জোয়ার্দারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিদর্শক আকবর আলী ও উপপরিদর্শক সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্সসহ দর্শনা পৌর এলাকার সিএন্ডবিপাড়ায় অভিযান চালান। এ সময় একই এলাকার মনির জোয়ার্দ্দারকে নিজ মোটর গ্যারেজ থেকে আটক করা হয়। গ্যারেজ তল্লাশি করে উদ্ধার করা হয় ৪৬ বোতল ফেনসিডিল ও ৪০ পিস ইয়াবা। গতকালই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে দর্শনা থানায় সোপর্দ করা হয়।