দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়েছে। এ অভিযানে গ্রেফতার করেছে অভিযুক্ত তিন মাদককারবারীকে। উদ্ধার করা হয়েছে ফেনসিডিল, মোটরসাইকেল ও ট্যাপেন্টাডল ট্যাবলেট। তাদের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল রোববার বিকেল ৫টার দিকে দর্শনা থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা গ্রামে। পুলিশ গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী খাতুনের বাড়ি থেকে গ্রেফতার করেছে ঝিনাইদহ সদর উপজেলার বোড়াই গ্রামের মাজেদ হকের ছেলে ইমতিয়াজ আলী (২৫) ও একই এলাকার আমির হোসেনের ছেলে আলামিনকে (২০)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের ব্যবহৃত কালো রংয়ের একটি হোন্ডা হর্নেট মোটরসাইকেল তল্লাশি করে উদ্ধার করা হয় ৯ বোতল ফেনসিডিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছে। এদিকে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দর্শনা থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালান দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাপপুর গ্রামে। পুলিশ ওই গ্রামের প্রতাপপুর টু আমডাঙাগামী পাকা রাস্তার ওপর হতে গ্রেফতার করে জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে আক্তারুজ্জামান লিটনকে (৩৮)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেফতারকৃতের কাছ থেকে ৭শ পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট। এ ঘটনায় পুলিশ গ্রেফতারকৃত লিটনের বিরুদ্ধে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ