মাগুরার শিশু ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মাগুরার আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার শহরের বড়বাজারের শহীদ হাসান চত্বরে এ কর্মসূচির আয়োজন করে অরিন্দম সাংস্কৃতিক সংগঠন, উদীচী চুয়াডাঙ্গা জেলা সংসদ ও সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠী। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী ও শিশু ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে, যা বিচারহীনতার সংস্কৃতির ফল। অপরাধীরা ক্ষমতা ও অর্থের জোরে পার পেয়ে যায়, ফলে অপরাধ প্রবণতা আরও বাড়ছে। বক্তারা মাগুরার এই নির্মম ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়ে বলেন, ১৮০ দিনের দীর্ঘ অপেক্ষায় না রেখে দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে এবং ধর্ষণের শাস্তি প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডে কার্যকর করতে হবে, যেন সমাজে দৃষ্টান্ত স্থাপন হয়। বক্তারা আরও বলেন, বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটছে, যা দুঃখজনক ও ভয়ংকর বাস্তবতা। শুধু কঠোর শাস্তি নয়, সামাজিক ও নৈতিক মূল্যবোধ বৃদ্ধির জন্য সাংস্কৃতিক চর্চা ও সচেতনতা বাড়াতে হবে। ধর্ষণ প্রতিরোধে বিচার ব্যবস্থার সংস্কার, দ্রুততম সময়ে শাস্তি কার্যকর এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ওপর জোর দেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী জোয়ার্দার, সদস্য আলাউদ্দিন ওমর, উদীচী চুয়াডাঙ্গার সভাপতি হাবীবী জহির রায়হান, মাসুদ আরিফ মানু, সদস্য শেখ আসমা হেনা চুমকি, হেলেনা পারভীন, সংলাপের সাইফুল ইসলাম, লোকমোর্চার কানিজ সুলতানা ও মুক্তার বাউল। মানববন্ধনে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। তারা একযোগে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে কঠোর আইনী পদক্ষেপের পাশাপাশি নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More