মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৮৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ৫৮ বিজিবি। গতকাল শনিবার ভোরে উপজেলার কুসুমপুর ও যাদবপুর সীমান্তে যথাক্রমে ৩৭ বোতল ও ৫০ বোতল মদ জব্দ করা হয়। তবে এ সময় কোনো মাদক কারবারিকে আটক করতে পারেনি বিজিবি। মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রফিক জানান, কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬১/১৪-আর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের মো. আবুল কালামের আম বাগানের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অন্যদিকে, যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫০/৪-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কানাইডাঙ্গা গ্রামের কলা বাগানের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, জব্দ করা ভারতীয় মদের বোতলগুলো নিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.