মহেশপুর প্রতিনিধ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে আহাদ আলী নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার দুপুরে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী মাটিলা গ্রামের কোদলা নদী পাড় থেকে তাকে আটক করা হয়। আটক আহাদ আলী ভারতের দিল্লি জেলার গজিয়াবাদ এলাকার মৃত বাঁশফিতরের ছেলে। এ তথ্য নিশ্চিত করে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, ‘ওই এলাকায় আমাদের নিয়মিত টহল চলছিলো। সে সময় কোদলা নদীর পাড় থেকে ভারতীয় ওই যুবককে আটক করা হয়। এ ছাড়াও গোয়ালপাড়া ও নতুনপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন ১৭২ বোতল উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, আটককৃত ভারতীয় নাগরিককে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.