মহেশপুর সীমান্তে বিজিবির হাতে ২৪জন আটক

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ২৪জনকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। প্রতিদিনই এই সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় ধরা পড়ছে নারী ও শিশুসহ চোরাকারবারিরা। গতকাল বুধবার রাতে মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। বিজিবির দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৫৮ বিজিবি’র বেশ কয়েকটি টহল দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রাতভর মহেশপুর উপজেলার বাঘাডাংগা, পলিয়ানপুর, জীবননগর এবং খোসালপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টার সময় ২৪জন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। আটকদের মধ্যে ছয়জন নারী, ১৩জন পুরুষ এবং পাঁচজন শিশু রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য, সীমান্তে ২০২৫ সালে ৮৯জন এবং ২০২৪ সালে আটক হন দুই হাজার ৩১১জন। এদের মধ্যে বাংলাদেশি নাগরিক দুই হাজার ২৫৭জন, ভারতীয় নাগরিক ৩৪জন, মিয়ানমারের নাগরিক ২০জন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More