মহেশপুর প্রতিনিধি: মহেশপুর মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে নারী-পুরুষসহ ১০ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। গতকাল বুধবার ভোরে ৫৮ বিজিবি’র অধিনস্ত মাটিলা বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মকরধ্বজপুর মাঠের ভেতর অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন শরিয়তপুর জেলার নড়িয়া থানার বয়রাকান্দি গ্রামের ফয়জুল হকের ছেলে চাঁন মিয়া (৫২), একই জেলার গোসাইরহাট থানার কোদালপুর গ্রামের মৃত আক্কাস আলীর স্ত্রী জাহারা বেগম (৫৪), ,ঢাকা জেলার কোতয়ালী থানার তাতির বাজারের মৃত নিতাই ঘোষের ছেলে অসিত গোষ (৪৯), মুন্সিগঞ্জ জেলার লৌহজৎ থানার যশলদিয়া গ্রামের ফারুক হোসেনের ছেলে সৌমিক হোসেন (১৯), একই জেলার শ্রীনগর থানার লস্কপুর গ্রামের আবুলের ছেলে মাইনুল (২৩), যশোর জেলার শার্শা থানার রামচন্দ্রপুর গ্রামের জাহিদের ছেলে তরিকুল (১৯), ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার সাতগাছিয়া গ্রামের সিরাজুলের মেয়ে জহুরা বেগম (৩৪), যশোর জেলার মনিরামপুর থানার কাশেমনগর গ্রামের নবীর মেয়ে সালমা (২১), একই গ্রামের মোবারক ম-লের মেয়ে মনজিলা (২৩) ও চট্টগ্রাম জেলার হাটহাজরী থানার জোবরা গ্রামের মৃত দেলামিয়া ফকিরের মেয়ে কহিনুর খাতুন (২২)। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আটককৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ