মহেশপুর কোদলা নদীর পাড়ে বিজিবি সাংবাদিক সম্মেলন

ভারতের দখলে থাকা ৫ কিলোমিটার নদী অবমুক্ত

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে ভারতের রোনঘাট বিএসএফের দখল থেকে প্রায় ৫ কিলোমিটার কোদলা নদীর অংশবিশেষ অবমুক্ত করেছে মহেশপুর-৫৮ বিজিবি। গতকাল সোমবার দুপুরে মাটিলা সীমান্তের কোদলা নদীর পাড়ে এক সাংবাদিক সম্মেলন করে মহেশপুর-৫৮বিজিবি। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, ৫৮-বিজিবি অধিনায়ক লে. কর্ণেল আজিজুস শহীদ। এ সময় উপস্থিত ছিলেন, ৫৮-বিজিবির নবাগত অধিনায়ক লে. কর্ণেল রফিক, মাটিলা ক্যাম্প কমান্ডার মোক্তার হোসেন। অধিনায়ক সাংবাদিক সম্মেলনে বলেন, ৫৮-বিজিবি মাটিলা সীমান্তে কোল ঘেসে কোদলা নদী বহমান। এই নদীর ৪ দশমিক ৮ কিলোমিটার বাংলাদেশের ভূখ-ের মধ্যে অবস্থিত। এ যাবৎকাল প্রতিপক্ষ বাংলাদেশ লোকজনকে নদীতে কোনো রকম কাজকর্ম যেমন, মাছ ধরা বা প্রয়োজনী কাজ করতে বাঁধা দিতো। সম্প্রতি সেটি উভয়পক্ষের আলোচনার মাধ্যমে বিজিবি দখল দারিত্ব প্রতিষ্ঠা করে। তিনি বলেন, এখন থেকে বাংলাদেশের লোকজন নদীর সবকিছু ভোগ দখল করতে পারবে। বিজিবি পক্ষ থেকে সাংবাদিকদের নদীর ধারে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায়, মাটিলা গ্রামের অনেকেই নদীতে মাছ ধরছে এবং অনেকেই গোসলও করছে। স্থানীয় এক কৃষক আলমগীর বলেন, তারা এখন নিয়মিত নদীর ধারে কাজ করতে পারছে মাছও ধরছে। এর আগে বিএসএফ নদীতে নামতে বাধা দিতো।
মাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পলাশ রহমান বলেন, আগে তাদের এলাকার লোকজন নদীতে নামলে বা মাছ ধরলে বিএসএফ ভয়ভীতি প্রদর্শন করতো। বিজিবি দখল নেয়ার পর থেকে আমরা এখন স্বাভাবিকভাবে নদী ভোগ দখল করছি। নতুন অধিনায়ক এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More