মহেশপুর প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমণরোধে মহেশপুর উপজেলার ৬টি ইউনিয়ন লকডাউনের ঘোষণা দিয়েছে ঝিনাইদহ জেলা প্রশাসন। ইউনিয়নগুলো হলো কাজীরবেড়, শ্যামকুড়, স্বরুপপুর, যাদবপুর, নেপা ও বাঁশবাড়িয়া ইউনিয়ন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ ৬টি ইউনিয়ন থেকে কেউ বের বা ভেতরে প্রবেশ করতে পারবে না। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় এ নির্দেশনা দেয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত এ লকডাউন কার্যকর করতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে বলে নির্দেশনা দেয়া হয়েছে। আলোচনাসভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার শ্বাশতী শীল প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয়, লকডাউন চলাকালে ইউনিয়ন ৬টির হাট-বাজার ও দোকানপাট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। অতি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, এ উপজেলা ভারতের সীমান্তবর্তী উপজেলা। গত ২ মাসে এ সীমান্ত দিয়ে ৫০ জন ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশকালে আটক হয়েছে এবং বাউলি গ্রামে একই পরিবারে ৫জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া অবৈধ পারাপার অব্যাহত থাকার কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬টি ইউনিয়ন লকডাউন ঘোষণা করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
মুজিবনগরে দুটি বাড়ি লকডাউন : ভ্রাম্যমাণ আদালতে ৮ জনের জরিমানা আদায়
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ