মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়রে বিগত সরকারের আমলে ভূমিদস্যুদের বিরুদ্ধে মহেশপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন। গতকাল মঙ্গলবার সকালে মহেশপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন, বাঁশবাড়িয়া ইউনিয়নের ভাষাণপোতা গ্রামে মৃত ডা. শাহাজান আলী ছেলে নওশের আলী (৭০) এবং শাহাজান ম-লের ছেলে সানোয়ার। সাংবাদিক সম্মেলনে ভোক্তভোগীরা বলেন, শ্রীপুর বাঙ্গালীনি মৌজার ৫৩নং খতিয়ানের ৯৩১ দাগের ১৮ শতক জমি নিজেদের নামে রেকর্ড হাল সং পর্যন্ত খাজনা পরিশোধ করে ভোগ দখল করে আসছেন। একই গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলেরা যথাক্রমে বাশার মিয়া, কালাম মিয়া, লালন মিয়াসহ একদল ভূমিদস্যূরা বিগত আওয়ামী লীগ সরকারের স্থানীয় নেতাদের পৃষ্ঠপোষকতায় আংশিক জমি জোরপূর্বক দখল করে রেখেছে। তারা আমাদেরকে নানা ধরনের হুমকি দামকি দিচ্ছে। জমি থেকে চলে যাওয়ার কথা বললে তারা হত্যার হুমকি দেয়। নওশের আলী বলেন, আমি বৃদ্ধ মানুষ ভূমিদস্যুরা জমি না ছেড়ে আমাকে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়ে হয়রানি করছে। আমি এর প্রতিকার চাই। তিনি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.