মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। গত সোমবার সন্ধ্যায় নেপা হতে বাঘাডাঙ্গাগামী পাকা রাস্তার ওপর থেকে মহেশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সলেমানপুর গ্রামের গনি মণ্ডলের ছেলে তমিজ উদ্দিনকে (৪৪) ৩০ বোতল ফেনসিডিলসহ আটক করে।মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খাঁন জানান, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।