মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে নানী বাড়ি থেকে বাড়ি ফেরা হলো না শিশু ফারিয়ার (৫)। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বেলেমাঠ বাজারে মোটরসাইকেলের ধাক্কায় ফারিয়া খাতুন (৫) নামের শিশু নিহত হয়। নিহত শিশু মান্দারবাড়িয়া গ্রামের ইব্রাহিমের মেয়ে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, ফারিয়া ও অন্য একটি শিশু রাস্তা পার হচ্ছিলো। এমন সময় মহেশপুর থেকে বেলেমাঠ বাজার মুখে খোকনের চাতালের সামনে বামনগাছি গ্রামের মতিয়ার রহমানের ছেলে সুমন মোটরসাইকেলে দ্রুতগতিতে শিশুকে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ সময় স্বজনদের আহাজারিতে হাসপাতালে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে শিশুটি তার মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে।
মহেশপুর থানার ওসি সেলিম মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে কিন্তু পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়নি ।