মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জামায়াতের আয়োজনে শিক্ষক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে মহেশপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াত ইসলামী মাওলানা আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল বাংলাদেশ আদর্শ ফেডারেশন এবিএম ফজলু করিম, জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বকর, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই। শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি মহেশপুর মাধ্যমিক শিক্ষা সমিতি মো. ওয়েজ উদ্দিন, সভাপতি মহেশপুর আদর্র্শ শিক্ষক পরিষদ আ ন ম খাইরুল বাশার, সভাপতি মহেশপুর আদর্শ শিক্ষক পরিষদ মাদরাসা মাওলানা মো. মজিবুর রহমান, সভাপতি মহেশপুর আদর্শ শিক্ষক মাধ্যমিক স্কুল শাখা মো. আক্তার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সম্পাদক ইসমাইল হোসেন পলাশ। বক্তারা বলেন শিক্ষকদের আদর্শ শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের আহবান জানান। পরিশেষে নতুন কমিটির নাম ঘোষণা করেন উপজেলা জামাতের আমির মো. ফারুক হোসেন।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.