মহেশপুরে ছাত্রসমাজ স্বেচ্ছাসেবী সংগঠনের সামাজিক কাজে দৃষ্টান্ত স্থাপন

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে একদল ছাত্র বর্তমান সময়ে বিভিন্ন সামাজিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। সাধারণ মানুষ তাদের সেবামূলক কাজে ভুইয়েশী প্রশংসা করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাফল্যের পর মহেশপুর উপজেলার ছাত্র সমাজ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিভিন্ন সামাজিক কর্মকা- অব্যাহত রেখেছে। এডমিন সুমাইয়া ও লাবণ্যসহ একদল ছাত্র ইতোমধ্যে মহেশপুর পৌরসভাধীন যেখানে সেখানে ফেলে রাখা দুর্গন্ধময় ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সাধারণ ক্রেতা যাতে নির্ধারিত দামে ক্রয় করতে পারেন; সে বিষয়ে বাজার মনিটরিং করছেন। মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হতদরিদ্র অসচ্ছল রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ডাক্তার ও নার্সদের সহযোগিতায় বাস্তবায়ন করছে। কুমিল্লা, নোয়াখালী, ফেনীসহ অনান্য ১১টি জেলার বন্যাকবলিত এলাকায় নারী, পুরুষ ও শিশুদের জন্য ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সংগ্রহ করে মহেশপুর উপজেলা ছাত্রসমাজের সহযোগিতায় ঢাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যাদুর্গত এলাকায় প্রেরণ করেছে। এ বিষয়ে সংগঠনের সিনিয়র উপদেষ্টা স্মরণ আহাম্মেদ প্রিন্স’র সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সমাজের সচেতন নাগরিকরা যদি আমাদের সহযোগিতা করে; আগামীদিনগুলোতে আরো অনেক বেশি কর্মসূচি নিয়ে মাঠে কাজ করতে পারবে আমাদের মহেশপুর ছাত্রসমাজ স্বেচ্ছাসেবী দল। তিনি আরও বলেন, এই মুহূর্তে সকলকে আন্তরিকভাবে দেশের জন্য কাজ করতে হবে। মহেশপুরে সকল সচেতনমহলের সহযোগিতায় সামাজিক কাজগুলো এগিয়ে নিয়ে যেতে চাই এই সংগঠন। মানবাধিকার সংগঠন আরডিসি ছাত্রদের এই সামাজিক সেবামূলক কাজকে স্বাগত জানিয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More