মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ২৭ জনকে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার ভোরে ৫৮ বিজিবির অধিনস্ত বাঘাডাঙ্গা বিওপির টহল দল অভিযান চালিয়ে ভারত থেকে আসা উপজেলার কাঞ্চনপুর গ্রাম থেকে ১০ জন, একই গ্রাম থেকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে ৮জন, শ্যামকুড় বিওপির টহল দল ভারত থেকে আসা ৫ জন ও যাদবপুর বিওপির টহল দল ভারত থেকে আসা ৪ জনকে আটক করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির অধিনস্ত বাঘাডাঙ্গা বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার কাঞ্চনপুর থেকে ৮জনকে আটক করে। আটকরা হলেন পটুয়াখালী জেলার সদর থানার বোতলবুনিয়া গ্রামের যগেদিস চন্দ্র মজুমদারের ছেলে সজল মজুমদার (৩০), সজল মজুমদারের স্ত্রী স্বর্ণা মজুমদার (২০), বরিশাল জেলার সুকুমার রায়ের ছেলে রিপন রায়(২০), অনিল বিশ্বাসের ছেলে অমিত বিশ্বাস(১৭), কুমিল্লা জেলার মুরাদনগর থানার দামপাড়া গ্রামের মৃত শামছুল হকের ছেলে কাইয়ুম(৩০), ধীরেন শীলের ছেলে প্রদীপ শীল(৪০), গোপালগঞ্জ জেলার কাসিয়ানী থানার বাঘজাপা গ্রামের বাবুল শেখের ছেলে মামুন শেখ(২৬) ও ইনামুল শেখ(২০)। এদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আটককৃতদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ