মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে শিশুসহ ১৫ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। গতকাল বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির অধীনস্ত খোসালপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার সলেমানপুর মাঠের ভেতর থেকে ৪জন পুরুষ ১জন নারী ও ১জন শিশুকে আটক করে। অন্যদিকে শ্রীনাথপুর বিওপির টহল দল উপজেলার গুড়দহ বাজার থেকে ৪জন নারী, ১জন পুরুষকে আটক করে। অপরদিকে মাটিলা বিওপি অভিযান চালিয়ে উপজেলার মকরধসপুর মাঠের ভেতর থেকে ৪ জন পুরুষকে আটক করে। আটককৃতরা জানায়, তাদের বাড়ি বাগেরহাট, গোপালগঞ্জ, যশোর ও কুষ্টিয়া জেলায়। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আসামিদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ