মসজিদ নির্মাণের মধ্যদিয়ে আমার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হলো
দর্শনায় নিজ অর্থায়নে নির্মিত মসজিদের উদ্বোধনকালে এমপি টগর
দর্শনা অফিস: দর্শনা রেলবাজারস্থ পৌর আ.লীগের কার্যালয়ের সামনে নিজ অর্থায়নে ২য় ভবনের শীতাতপ নিয়ন্ত্রিত জামে মসজিদ নির্মাণ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ হাজি আলী আজগার টগর। এ মসজিদ নির্মাণে ব্যাপক সুনাম অর্জন করেছেন, পেয়েছেন ধর্মপ্রাণ মুসলমানদের দোয়া। গতকাল শুক্রবার পবিত্র জুম্মার নামাজের মধ্য দিয়ে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণাকালে হাজি আলী আজগার টগর বলেন, শহরের প্রাণকেন্দ্র রেলবাজার এলাকার প্রধান সড়ক সংলগ্ন মসজিদ নির্মাণ ছিলো আমার ও আমার পরিবারের সকলের কাক্সিক্ষত স্বপ্ন। মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবাণী ও আপনাদের দোয়ায় সে স্বপ্ন আজ পূরণ হলো। আজ মনে হচ্ছে আমি জীবনের শ্রেষ্ঠ কাজটি করলাম। মনটা ভরে গেলো প্রশান্তিতে। আপনারা আমার ও আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। বায়তুন নুর জামে মসজিদটি আপনাদেরই। তাই দেখভালও করতে হবে আপনাদের। এ সময় উপস্থিত ছিলেন কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ শাহাব উদ্দিন, দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুতফুল কবীর, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাজি সহিদুল ইসলাম, কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাবেক সভাপতি তৈয়ব আলী, আ.লীগ নেতা হাজি জাহিদুল ইসলাম, আলী আহমদ সোনা, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, বিল্লাল হোসেন, আব্দুস সালাম ভুট্ট, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, আ. মান্নান খান, শেখ আসলাম আলী তোতা, ছাত্রলীগ নেতা আরিফ মল্লিক, রফিকুল ইসলাম ববি, নাহিদ পারভেজ প্রমুখ। দোয়া পরিচালনা করেন পুরাতন বাজার জামে মসজিদের পেশ ইমাম হাজি মাও. নুরুল ইসলাম। প্রথম জুম্মার নামাজ পড়ান মসজিদের ইমাম হাফেজ মাও. জুবায়ের।