চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন ও বেগমপুর ইউপির সহযোগিতা
বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার ঝাঝরি গ্রামে বিদ্যুত শটসার্কিটে ভয়াবহ অগ্নিকা-ে ৩টি বসতঘর পুড়ে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে। অবশিষ্ট নেই তাদের ভাতের থালাটি পর্যন্ত। দরিদ্র পরিবারে ঘটে যাওয়া মর্মান্তিক এ অগ্নিকা-ের ঘটনায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সদর উপজেলা প্রশাসন ও বেগমপুর ইউনিয়ন পরিষদ। দরিদ্র পরিবারগুলোর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবার জন্য বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানিয়েছেন গ্রামবাসী।
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাঝরি গ্রামের দক্ষিণপাড়ায় বুধবার সন্ধ্যা ৭টার দিকে বিদ্যুত শটসার্কিটে বারেকের ছেলে আবুবক্করের বসতঘরে অগ্নিকা-ের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা দু’ছেলে আব্দুস ছামাদ ও নাজিমের বসতঘরে। কিছু বুঝে ওঠার আগেই সম্পূর্ণরূপে আগুনে পুড়ে ভস্মীভূত হয় যায় তিনটি বসতঘর। আগুন নেভানোর আগেই ঘরে থাকা ছেলে বিদেশ পাঠানোর জন্য ঘরে থাকা দেড় লাখ টাকাসহ সম্পূর্ণ মালামাল। পরনের কাপড়া ছাড়া ভাত খাবার থালা পর্যন্ত রক্ষা পায়নি। দরিদ্র তিনটি পরিবারের ঘটে যাওয়া মর্মান্তিক এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন এবং বেগমপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নগদ টাকা, খাদ্য সামগ্রী ও শীতের কম্বল প্রদান করা হয়। অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহযোগিতার হাত বাড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন গ্রামবাসী।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ