ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: সপ্তাহিক বন্ধের দিন দোকান খোলা রাখলে দোকানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জোরদার করার তাগিদ দিয়ে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা বলেছেন, নিত্য প্রয়োজণীয় দ্রব্যমূল যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বাজার মনিটরিং আরও জোরদার করা হবে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে গঠিত জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) কার্যালয়ে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা গত সভার কার্যবিরণী উপস্থাপন করেন। জেলা মার্কেটিং অফিসারসহ কমিটি দুটির সদস্যগণ উপস্থিত থেকে চুয়াডাঙ্গার বিভিন্ন বাজারে দ্রব্যমূল্যের হালচিত্র তুলে ধরেন।
সভায় ভোক্তা অধিকার বিষয়ে নাগরিকদের সচেতন করার জন্য প্রয়োজনীয় প্রচার প্রচারণার ওপর গুরুত্বারোপ করে বলা হয়, আইন প্রয়োগের পাশাপাশি গণমাধ্যমেও তা তুলে ধরতে হবে। সাপ্তাহিক বন্ধের দিন দোকান খোলা রাখা যাবে না। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দোকানিদের সতর্ক করার পদক্ষেপ জোরদার করতে হবে। প্লাস্টিক পলিথিনের মোড়ক ব্যাগ পরিহার করে পাটজাত মোড়কের ব্যববহার বাধ্যতামূলক করার বিষয়টিও জোরদার করা প্রয়োজন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বিশেষভাবে নজরদারি বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হয়। বাজার মনিটরিঙের মাধ্যম অযৌক্তিক মূল্য বৃদ্ধি রোধ করার বিষয়টি নিশ্চিত করতে হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.