ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়া জরুরি

চুয়াডাঙ্গার গোকুলখালী ডা. আফছার উদ্দিন কলেজে মতবিনিময়সভা জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার যৌন হয়রানি, মাদক, জঙ্গিবাদ, দুর্নীতি প্রতিরোধ, আত্মহত্যার বিরুদ্ধে সচেনতা সৃষ্টির বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কলেজের সভাপতি জিল্লুর রহমান। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী ডা. আফছার উদ্দিন কলেজের শিক্ষার্থী প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে যৌন হয়রানি, মাদক, জঙ্গিবাদ, দুর্নীতি প্রতিরোধ, আত্মহত্যার বিরুদ্ধে সচেনতা সৃষ্টির বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। এসময় তিনি বলেন, যৌন হয়রানি, মাদক, জঙ্গিবাদ, দুর্নীতি প্রতিরোধ, আত্মহত্যার বিষয়ে আমরা সকলেই সচেতন আছি। তারপরও আমরা বার বার আসি, বার বার আসার কারণ হলো সমাজের এই ব্যাধিগুলো আমরা সকলে মিলে দূর করতে পারি। জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জিপিএ ৫ পেলেই ভালো মানুষ হওয়া যায় না, তোমাদের অবশ্যই মানবিক গুণসম্পন্ন ব্যক্তি হতে হবে। ভালো কাজ করতে পারা এবং ভালো কাজের সঙ্গে জড়িত থাকা একটি অন্যরকম তৃপ্তি এনে দেয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ¯িœগ্ধা দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান, জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে সমাপণী বক্তব্য রাখেন ডা. আফছার উদ্দিন কলেজের সভাপতি জিল্লু রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুর রহমান, সিএইচ আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, রামনগর-কলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, শাহ মো. শাহাবুল ইসলাম ও ক্রিড়া সংগঠক ও মিলন বিশ্বাস। এসময় কলেজের সকল শিক্ষকগণও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন। সঞ্চালনা করেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক কুদরত-ই খুদা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More