যশোর হাসপাতাল থেকে ফের ভারতফেরত এক করোনা রোগী পালিয়েছে । পলাতক রোগী ইউনুস আলী গাজী (৪০) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ চররামপুর গ্রামের লুৎফর রহমান গাজীর ছেলে।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহমেদ তার পালানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন ইউনুস আলী। ভারত থেকে ফেরার সময় তার কোভিড-১৯ রিপোর্টে পজেটিভ উল্লেখ ছিল। তাকে জেলা প্রশাসন কর্মকর্তারা যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটি পাঠান। এরপর সন্ধ্যায় তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। যশোর কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক মো. শাহীন জানান, পালিয়ে যাওয়া রোগী ইউনুস আলী গাজীকে ফিরিয়ে আনতে পুলিশ অভিযান শুরু করেছে।
উল্লেখ্য, গত ২৪ ও ২৫ এপ্রিল এ হাসপাতাল থেকে ভারত ফেরত সাতজনসহ মোট ১০ করোনা রোগী পালিয়ে যান। গণমাধ্যমে বিষয়টি প্রচার হওয়ায় ২৬ এপ্রিল রাতে সব রোগীকে আটক করে হাসপাতালে আনে পুলিশ।
পূর্ববর্তী পোস্ট
গান বাজিয়ে নাচানাচি, চলন্ত আলমসাধু থেকে পড়ে প্রাণ গেলো যুবকের
এছাড়া, আরও পড়ুনঃ