বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা সদর উপজেলার কমিটি অনুমোদন

আহ্বায়ক নিরব সদস্য সচিব মভিন

স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রাকিবুল ইসলাম নিরবকে আহ্বায়ক ও ফাহিম উদ্দিন মভিনকে সদস্যসচিব করা হয়েছে। গতকাল রোববার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক আসলাম হোসেন ও সদস্যসচিব সাফফাতুল ইসলাম স্বাক্ষরিত ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন শেখ আশিকুজ্জামান নিশাত। যুগ্ম-আহ্বায়ক রয়েছেন রিমন মন্ডল, আকিদুল ইসলাম, মারুফ শেখ, মোহন আলি, উম্মে মাইমুনা, তামিম হোসেন, সুমাইয়া ইসলাম, মুহা. ইউশা ও সাইমুম হোসেন। সদস্য সচিব হিসেবে রয়েছেন ফাহিম উদ্দিন মভিন। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছের ইব্রাহিম মাসুম, ইমরান হোসেন, আশিক ইকবাল, মাজিরুল ইসলাম সৈকত, ফাতেমা তাসনিম, আল সাবিদ, উম্মে হাবিবা দিয়া, সুমন সরদার, সুজন মাহমুদ, ইমরান হোসেন, আবু মাসুদ। মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন মাহবুব ইসলাম আকাশ। সংগঠক হিসেবে রয়েছেন মাহফুজ হোসনে, জান্নাতুল মাওয়া জোয়ার্দ্দার, সাকিব বিশ্বাস, শাওন জোয়াদ্দার, মেহেদী হাসান, আনিশা নওশীন, সাখাওয়াত হোসেন, শাহরিয়ার খান, বর্ষা খাতুন, ফারিয়া ইসলাম, হৃদয় হোসেন, আকিব হুসাইন। মুখপাত্র হিসেবে রয়েছেন আনজুম হাবিবা ও সহকারী মুখপাত্র মুশফিকুর রহমান, ফয়সাল মাহমুদ রাফি, আরওয়া ইসলাম মিম, রতন আলী, সামিউল ইসলাম, বাসরী সুলতানা বর্ষা, ফাতেমা সুলতানা, নাঈম ইসলাম। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন মাসুম বিল্লাহ, মাহি হাসান রিজওয়ান, জুবায়ের আদনান, আব্দুল আলো নিলয়, নাহিদ জাবেদ, তাসনিমুল হাসান, এনএম তানসীম, সামি উল আজিম, তামিম সালাম, মেজবাউল হক, শান্তনু ইসলাম অন্তু, রাকিব রায়হান রাফি, জাকারিয়া হাসান, ইয়াদুল ইসলাম, লুৎফুন্নাহার, জান্নাতি বাসার শ্রাবন, প্রিন্স মাহমুদ, এস এ সাদিক বিন রহমান, সাহারিয়ার নাফিজ অন্তর, সাগর আলী, জিহাদ হোসেন, সুজন আলী, জুনাইদ হোসেন, আবু বক্কর সিদ্দিক, রাফসান রাফি, ইসমাইল, চৈতি, লাবিব মন্ডল, ফাতেমা আক্তার জ্যোতি, কাজি রাকিব, রাব্বি, মাসুম বিল্লাহ, মিসকাতুল ইসলাম, তাহমিদ হোসেন, নয়ন, আমানতুল্লাহ, গিয়াসউদ্দীন, কামরুজ্জামান হিমেল, রাকিব আলামিন, তানজিল হাসান, সজিবুল, মাহি হাসান, জুবায়ের আদনান, সাইমুম হোসেন, মাহিদুজ্জমান আন্ত, কামরুল ইসলাম মুকুল, নাইম ইসলাম, ইমরান হোসেন, প্রিন্স মাহমুদ, মুস্তাফিজুর রহমান, সুলাইমান হোসেন আবির, মাহামুদ হাসান রাজন, হাবিবুর রহমান, জাহিদ হাসান রাব্বি, রাশিদুল ইসলাম, সাইম জোয়ার্দ্দার, এস এম মুজাহিদ, তামিম আহমেদ, লিখন আহমেদ, প্রিন্স, তামিম, রাজু, নোমান, জাহিদ, মনিরুল ইসলাম, ঝন্টু মিয়া, ফাহাদ আশরাফ রঙ্গন, তাহিয়াতুল তুর্য, সাকিব হোসেন, সারুফ হোসেন, তুষার, মুদাসির, খালিদ সাইফুল্লাহ, নাইম, নাজমুস সাকিব, রবিউল ইসলাম, আবুল বাসার, রাব্বি, নাহিদ, আরাফাত, শুভ, মুন্না, তানভির তামিম, সুলাইমান হোসেন আবির, সামি, মাইশা ইসলাম, মোনিম ইয়াসির সমিত, তাহফিক মেহরাব তাসিন, মেহেজাবিন লাজ, বাধন, ওয়াসিম আহমেদ রাফিদ, সাজিম রহমান, অনিক, নুসরাত জাহান, তাসলিম, সাইমুম হোসেন, মহিদুজ্জামান অন্তু, কামরুল ইসলাম মুকুল ও নাঈম ইসলাম।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More