ভালাইপুর প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলা আওয়ামিলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশাবুল হক আশার মৃত্যুবার্ষীকি উপলক্ষে দোয়ার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাদ আছর আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আশাবুল হক আশার ২২ তম মৃত্যুবার্ষীকি উপলক্ষ দোয়ার মাহফিল ও আলোচনা সভায় চিৎলা ইউনিয়ন আওয়ামিলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টুর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ছানোয়ার হোসেন, চিৎলা ইউনিয়ন আওয়ামিলীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হক, হাজি.ইয়ামিন বিশ্বাস, ওয়ার্ড আওয়ামিলীগের সাধারন সম্পাদক কাউছার আলী বিশ্বাস, সহ সভাপতি নজরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগনেতা মাহবুবুল ইসলাম টিটু, জিনারুল ইসলাম, ওবাইদুল হক অন্তু, হাসিব আলী, মেহেদী হাসান, জাহাঙ্গীর মোল্লা, সফিউল হক টিটু, সাহাবুল হক, মিনারুল ইসলাম, জহুরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, অহিদুল ইসলাম, সামসুল হক প্রমুখ। অলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন মরহুমের সহদয় ওয়ার্ড আওয়ামিলীগেন সভাপতি রবিউল হক ঝন্টু। দোয়ার মাহফিল পরিচালনা করেন মওলানা সহিদুল ইসলাম, আফজালুল হক ও হাবিবুল্লাহ।
উল্লেখ ১৯৯৮ সালের ২৮ অক্টোবর ভোর ৬টার দিকে চুয়াডাঙ্গা নিজ বাড়ী থেকে হাসপাতাল সড়কে হাটতে বের হয়ে আততায়িতের গুলিতে গুরতর আহত হলে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ৩০ অক্টোবর রাত ৯টার দিকে মৃত্যুবরন করেন। পরদিন চুয়াডাঙ্গা জান্নাতুল কররস্থানে দাফন সম্পন্ন হয়।