বিলেতি মদসহ কেরুজ শ্রমিক আমিরুল ও জাহিদুল আটক
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দর্শনায় মাদক বিরোধী অভিযান
দর্শনা অফিস: কেরুজ উৎপাদিত নানা ব্রান্ডের বিলেতি মদ দীর্ঘদিন ধরেই খোলা বাজারে বিকিকিনি হচ্ছে। ডিস্টিলারি বিভাগের কতিপয় অসাধু শ্রমিক-কর্মচারী ও অফিসারদের প্রত্যক্ষ ও পরক্ষ সহযোগিতায় এ বিলেতি মদ বের করা হয়ে থাকে। ডিস্টিলারি গেটে কর্তব্যরত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্তা বাবুদের চোখ ফাঁকি দিয়ে বের করা হয় না কি নেপথ্যে রয়েছে অন্য কিছু। এবার চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল দর্শনায় মাদক বিরোধী অভিযান চালিয়েছে। এ অভিযানে কেরুজ শ্রমিক আমিরুল ওরফে লোহাসহ এলাকার অভিযুক্ত ২ বিলেতি মদ কারবারীকে করেছে আটক। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে কেরুজ উৎপাদিত বিলেতি মদ। থানায় দায়ের করা হয়েছে মামলা। নেপথ্যেই থেকে গেলো হোতারা। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা হঠাৎপাড়ায়। আটক করা হয় হঠাৎপাড়ার সোনা মিয়ার ছেলে কেরুজ উৎপাদন বিভাগের মরসুমি শ্রমিক এলাকার অভিযুক্ত মাদক কারবারি আমিনুল ইসলাম ওরফে লোহা (৪২) ও একই মহল্লার রাহিদুল ইসলামের ছেলে জাহিদ হাসানকে (২৭)। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে কেরুজ উৎপাদিত ৭ বোতল বিলেতি মদ। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। কেরুজ চিনিকল কর্তৃপক্ষ আমিনুলের বিরুদ্ধে কি ধরণের ব্যবস্থা গ্রহণ করবে তা আজ জানা যাবে।