আলমডাঙ্গায় মনের ভুলে পাখিভ্যানে ৭০ হাজার টাকা রেখে বাসে উঠেছিলেন তিনি
ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গায় বাস থেকে দ্রুত নামতে গিয়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে আলমডাঙ্গার লালব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা খাতুন আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের ইয়াকুব স্টার্টারের স্ত্রী। করোনার টিকা নেয়ার জন্য হারদী হাসপাতালে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন তিনি। গতকালই ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল ১০টার দিকে জাহানারা খাতুন (৬০) মেয়ে ও পুত্রবধূকে সাথে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী যাচ্ছিলেন। তার কাছে একটি ব্যাগে ৭০ হাজার টাকা ছিলো। তিনি ওই টাকা তার এক ভাইকে দেয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। তারা বাড়ি থেকে বেরিয়ে একটি পাখিভ্যানে ওঠেন। পরে লালব্রিজ এলাকায় হাটবোয়ালিয়াগামী বাস দেখে তড়িঘড়ি ভ্যান থেকে নেমে বাসে ওঠেন তারা। ভুল করে টাকার ব্যাগটা পাখিভ্যানে রেখেই বাসে উঠে পড়েন। বাসটি পার্শ্ববর্তী কামালপুর গ্রামের বটতলায় পৌঁছালে হঠাৎ টাকার ব্যাগের কথা মনে পড়ে বৃদ্ধা জাহানারার। তিনি বাস থেকে নামার জন্য হেলপারকে সঙ্কেত দেন। কিন্তু বাস থামতে না থামতেই তিনি বাস থেকে লাফ দিয়ে নামতে গিয়ে পড়ে যান। এতে জাহানারা খাতুন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয়রা আলমডাঙ্গার একটি ক্লিনিকে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়। বেলা ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে তার পরিবারের লোকজন বলেছেন, আমরা অনেক খুঁজেও ওই ভ্যান চালককে পাইনি। তাই টাকার ব্যাগটাও উদ্ধার করা সম্ভব হয়নি। খাদিজা খাতুনের লাশ গতরাত সাড়ে ৯টায় নামাজে জানাজা শেষে গোবিন্দপুর জান্নাতুল নাঈম কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।