স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার কৃতী সন্তান বাংলাদেশ রেলের সাবেক ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ……….. রাজিউন)। গতকাল শনিবার রাত সোয়া ১০টায় ঢাকার এ এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি গত ২২ জুলাই থেকে করোনা পজিটিভ ছিলেন। মুত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আব্দুল মান্নান ১৯৬২ সালে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করে বাংলাদেশ রেলে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার হিসেবে অবসর গ্রহণ করেন। পরে তিনি বাংলাদেশ ব্যাংকের ইঞ্জিনিয়ারিং সেকশনের জিএম এর দায়িত্বও পালন করেন। এরপর তিনি নিটোল কোম্পানিতে এক্সকিউটিভ ডাইরেক্টর ছিলেন। শেষ জীবনে ‘আমার কিছু কথা’ নামে তার একটি বইও প্রকাশিত হয়েছে। মরহুম আব্দুল মান্নান চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুজিবুর রহমানের বড় জামাই।
মরহুম আব্দুল মান্নানের পারিবারিক সূত্রে জানাগেছে, আজ রোববার বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা পৌরসভার বেলগাছি মসজিদে নামাজে জানাজা শেষে বেলগাছি কবরস্থানে পিতা মাতার কবরের পাশে তার দাফনকার্য সম্পন্ন করা হবে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ