বাংলাদেশে খুনিদের রাজত্ব : সন্ত্রাসীদের রাজত্ব করতে দেব না
ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের সম্মেলনে বাহাউদ্দিন নাছিম
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘ডিসেম্বরে যারা বাংলাদেশ থেকে আমাদের চলে যাওয়ার কথা বলে, দুঃসাহস দেখায়, তারাও প্রস্তুত হোক। বিজয়ের মাস ডিসেম্বর। এ মাস আমাদের। এই মাস বীর মুক্তিযোদ্ধাদের। এই মাস বীর বাঙালিদের। এই মাস তাদের (স্বাধীনতাবিরোধীদের) পালিয়ে যাওয়ার মাস, তারা কীভাবে পালিয়ে যাবে তার জন্য প্রস্তুত হোক। এখানে খুনিদের রাজত্ব, সন্ত্রাসীদের রাজত্ব করতে দেব না।’ গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাহাউদ্দিন নাছিম। শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মতিয়ার রহমান বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য পারভীন জাহান, সংসদ সদস্য মেরিনা জাহান, গ্লোরিয়া সরকার, আমিরুল আলম প্রমুখ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম। ত্রিবার্ষিক এই সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আব্দুল হাই। সঞ্চলনা করেন শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সরোয়ার জাহান। প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দিন নাছিম আরও বলেন, ‘এই বাংলাদেশ আমাদের, এই দেশকে বিএনপি, জামায়াত শিবির স্বাধীনতা বিরোধীদের দিয়ে অপবিত্র করার চেষ্টা করা হলে বাংলাদেশের মানুষ তা বরদাশত করবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা তা মেনে নেবে না।’ বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তোমরা আগামী ১০ ডিসেম্বরের ভয় দেখাও! আমরা নাকি দেশ ছেড়ে পালিয়ে যাব। যাদের রেকর্ড মুচলেকা দিয়ে পালিয়ে যাওয়া, চিকিৎসার নামে পালিয়ে যাওয়া, দুর্নীতির দায়ে বাংলাদেশকে যারা তলিয়ে দিয়েছিল, যারা অর্থ পাচার করে রেকর্ড করেছিল, যারা দাউদ ইব্রাহিমের মতো সন্ত্রাসীদের দিয়ে আত্মার সম্পর্ক করেছিল, সেই সন্ত্রাসীদের দোসরদের এই বাংলাদেশ নয়, তাদের এই দেশে ঠাঁই হবে না।’ সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা কলেজ মাঠে জড়ো হন। ব্যানার-ফেস্টুনসহ বর্ণিল সাজে কলেজ মাঠ ভরে ওঠে। সম্মেলনে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। তবে সম্মেলন শেষে কোনো কমিটি ঘোষণা করা হয়নি।