বন্ধুর নিকট পাওয়া টাকা আনতে গিয়ে আর বাড়ি ফেরেননি আলমডাঙ্গার বাদেমাজুর গ্রামের আরাফাত

আলমডাঙ্গা ব্যুরো: রাতে বন্ধুর নিকট পাওয়া টাকা আনতে গিয়ে আর বাড়ি ফেরেনি আলমডাঙ্গার শহরতলির বাদেমাজু গ্রামের তরুণ আরাফাত হোসেন (১৮)। বাড়ি থেকে বের হওয়ার ঘন্টা খানিক পর তার মোবাইলফোন বন্ধ। এ ঘটনায় রাতে আলমডাঙ্গা থানায় জিডি করা হয়েছে। অপহৃত তরুণের বাবা-মা-ভাইসহ পরিবারে চলছে আতঙ্ক আশঙ্কা আর কান্নার মাতম।
অপহৃতের পরিবার ও দায়েরকৃত জিডি মারফত জানা যায়, আলমডাঙ্গা পৌর এলাকার অনতিদূরে বাদেমাজু গ্রামের বকুল হোসেনের কলেজপড়–য়া ছেলে। গত শুক্রবার সোয়া নয়টায় ওর নিকট ফোন করে অজ্ঞাত কেউ। তিনি আরাফাতকে পাওনা টাকা নিতে আলমডাঙ্গা শাদা ব্রিজে ডাকে। আরাফাত তার বড় ভাইকে সাথে নিতে চাইলে অজ্ঞাত ব্যক্তি একা যেতে বলে। সাড়ে নয়টার দিকে আরাফাত মোটরসাইকেল নিয়ে বের হন। রোডের ভেতর একই গ্রামের আরেক তরুণ সাইফুলের সাথে দেখা হয়। সাইফুল তার সাথে যেতে চাইলেও আরাফাত সাথে নেয়নি। বলেছিলেন দ্রুত চলে আসবে। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি আরাফাত। রাত ১১টার দিক থেকে তার ব্যবহৃত মোবাইলফোন বন্ধ হয়ে যায়।
ফোন বন্ধের পর থেকে পরিবারের লোকজনের ওপর অজানা আতঙ্ক ভর করে। তারা খুঁজতে বের হন। কোথাও খোঁজ পাননি। সারা রাতেও বাড়ি ফেরেননি। সকালে উঠে তারা ঘটনাটি পুলিশকে অবহিত করেন। রাতে জিডি দায়ের করেছেন অপহৃত আরাফাতের বাবা। এ ব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, অপহৃতকে উদ্ধারের জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে। পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More