বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা এই দেশ স্বাধীন করতে পেরেছিলাম
রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, শিক্ষার্থীদেরকে প্রথমেই ভালো মানুষ হতে হবে। দেশের সেবা করতে হবে। শিক্ষকদের মান্য করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আর আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে তরুণ হবে, যুবক হবে। দেশকে নেতৃত্ব দেবে। তাদের দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা এই দেশ স্বাধীন করতে পেরেছিলাম। ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে শিক্ষার ক্ষেত্রে আমাদের এই বিশ^বিদ্যালয় সারাদেশে প্রত্যন্ত অঞ্চল, হাওর-বাঁওড়ের গরীব মেধাবী শিক্ষার্থীদের নিয়ে ইনক্লুসিভ এবং হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে কাজ করবে। এর মধ্য দিয়ে আগামী দিনে আমরা বিশ^বিদ্যালয়কে শিক্ষার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। শিক্ষার মানোন্নয়নে এই বিশ^বিদ্যালয়ের যে বৃহৎ সংখ্যক গ্রাজুয়েট রয়েছেন তাদের বিষয়টি মাথায় রেখেই আমরা নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করছি, যাতে শিক্ষার্থীরা উদ্যোক্তা এবং কর্মমুখি শিক্ষা গ্রহণ করতে পারেন।
বিশেষ অতিথি ছিলেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম মোফাজ্জেল হোসেন, ট্রেজারার আব্দুল মোতালেব, ডেপুটি রেজিস্ট্রার নাফিউল ইসলাম জোয়ার্দ্দার, পরীক্ষা নিয়ন্ত্রক ও কৃষি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. নাহিদ পারভেজ, পরিচালক (অর্থ) আব্দুল মজিদ বিশ্বাস। এছাড়া আরো উপস্থিত ছিলেন পাবলিক হেলথ্ বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সাজিন ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মো. মোস্তাফিজুর রহমান, ইংলিশ বিভাগের বিভাগীয় প্রধান উম্মে তোহফা, সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোছা. সামসুন নাহার, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মোছা. নুরুন্নাহার, ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. আরিফুর রহমান, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. বিল্লাহ হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং সকল বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।