ফেন্সিডিল ও নগদ অর্ধলক্ষাধীক টাকাসহ রানাকে আটক করেছে র্যাব
স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ মহেশপুরের উজ্জলপুর দক্ষিণপাড়ার রানাকে (৩০) আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার রাত পোনে ১০টার দিকে মহেশপুর পাঁচমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। তার নিকট থেকে উদ্ধার করা হয় ৪৬ বোতল ফেন্সিডিল, একটি মোবাইলফোন. দুটি সিমকার্ড ও মাদক বিক্রির ৫৬ হাজার ৪শ টাকা।
র্যাব উপরোক্ত তথ্য জানিয়ে বলেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ.এম. শফিকুর রহমান এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করে। পরবর্তীতে ২৫ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ রাত ০৯:৪৫ ঘটিকায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন পাঁচ মাথার মোড়ে আল মদিনা হোটেলের এর সামনে অভিযান পরিচালনা করে মোঃ রানাকে গ্রেফতার করা হয়। সে উজ্জলপুর দক্ষিণপাড়ার মশিউর রহমানের ছেলে।