প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্র নাসিমের
আলমডাঙ্গার তিয়রবিলা গ্রামে বাইসাইকেলে লাটাহাম্বারের ধাক্কা
আলমডাঙ্গা ব্যুরো/পাঁচমাইল প্রতিনিধি: আলমডাঙ্গার তিয়রবিলা গ্রামে লাটাহাম্বারের ধাক্কায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিশু নাসিমের। গতকাল সোমবার বিকেলে প্রাইভেট পড়ে বাইসাইকেলে চড়ে বাড়ি ফেরার সময় ঘাতক লাটাহাম্বারের ধাক্কায় নাসিম পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশু নাসিম আলমডাঙ্গার তিয়রবিলা গ্রামের সৌদি প্রবাসী রাশিদুল হকের ছেলে। নাসিম তিন বোনের পর তার বাবা-মায়ের অত্যন্ত আদরের একমাত্র পুত্র সন্তান ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিম পিঠে স্কুলের ব্যাগ ঝুলিয়ে প্রাইভেট পড়ে তার ছোট্ট বাইসাইকেলে চড়ে বাড়ির দিকে যাচ্ছিলো। বাড়ি পৌঁছানোর আগেই একই গ্রামের সুমনের লাটাহাম্বার নাসিমকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। শিশু নাসিমের শরীলের রক্তে রাস্তা লাল হয়ে ওঠে। এ সময় পথচারীরা এগিয়ে এলে চালক সুমন লাটাহাম্বার ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে তিয়রবিলা ক্যাম্পের পুলিশ লাটাহাম্বার ক্যাম্পে নিয়ে যায়। এ ঘটনার পর নাসিমের পরিবারসহ তিয়রবিলা কুটিপাড়ায় শোকের মাতম শুরু হয়। এ শোক পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। বাড়ির উঠোনে নাসিমের লাশ রেখে তার মা-বোনদের গগনবিদারী কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। আলমডাঙ্গা থানার ওসি ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ঘাতক লাটাহাম্বারের চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।