প্রশিক্ষণের মাধ্যমে যুবদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে

চুয়াডাঙ্গায় যুব কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার: যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ ও সকল ট্রেডের প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা যুব প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ ও প্রশিক্ষণের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, আমাদের দেশের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে চাকরি খুঁজে বেড়ায়। কিন্তু সকলকে চাকরি দেয়া সম্ভব নয়। কেউ ব্যবসা করবে, কেউ চাকরি করবে, কেউ কৃষি কাজ করবে, অনেকেই বিভিন্ন পেশায় কাজ করবে এটায় স্বাভাবিক ব্যাপার। যুব উন্নয়নসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। তাহলে নিজেরা স্বাবলম্বী হবে এবং আপনাদের অধীনে অনেক মানুষ কাজ করবে। এজন্য দরকার আত্মপ্রত্যয়ী হওয়া। এদেশে অনেকেই আছে যারা অল্প লেখাপড়া শিখে ছোট ছোট ব্যবসা থেকে বড় ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। স্বাধীনতার পর দেশ আজ উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছুতে পেরেছে। এর মূল কারণ এদেশের যুব সমাজের সংখ্যা অনেক বেশী। যুবদের দক্ষ করে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনারা যারা পদ্মা সেতু হয়ে ঢাকায় গিয়েছেন দেখবেন বিদেশ বিদেশ ভাব। এসব প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। জাপান আজ অনেকে পিছিয়ে যাচ্ছে কারন জাপানে যুব শক্তি কমে যাচ্ছে। যুবদের হতাশ হবার কোন কারন নেই; চেষ্টা করলেই সফল হওয়া সম্ভব। বর্তমানে আমাদের যুব সমাজ মাদক ও অনলাইন গেম এবং জুয়ার দিকে ঝুঁকে পড়ছে। এজন্য অভিভাবকদের সজাগ হতে হবে। খেয়াল রাখতে হবে সন্তানরা কোথায় যায়? কি করে? এবং সেখান থেকে ফিরিয়ে আনতে হবে। অসৎ পথে সফল হওয়া সম্ভব নয়। সরকারের দেয়া সুযোগগুলোকে কাজে লাগিয়ে সকল যুবদের প্রশিক্ষণ গ্রহন করলেই এবং কর্মজীবনে একটু চেষ্টা করলেই সফলতা আসবে। চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহাম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা মৎস অফিসার দীপক কুমার পাল, পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক আবুল আলিম, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অডিনেটর নাজমুল কবির। যুব প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক রুহুল আমিনের উপস্থাপনায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক জাকির হোসেন খান। যুব সংগঠন ওয়ার্পের নির্বাহী পরিচালক আবেদ উদ দৌলা টিটন। প্রধান অতিথি ও অতিথিবৃন্দ ১৫টি যুব সংগঠনের মাঝে ৪০ হাজার টাকার করে অনুদানের চেক তুলে দেন।  শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানকে বিদায়ী সংবর্ধনা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More