সরোজগঞ্জ প্রতিনিধি: প্রবাসীর স্ত্রীকে ইভটিজিং করার অপরাধে চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্রে উল্লাসকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া এ কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত উল্লাস (৪০) দোয়ারপাড়ার তারাচাঁদ ম-লের ছেলে। সরোজগঞ্জ ক্যাম্পের টুআইসি তাইফুজ্জামান জানান, গত বুধবার রাতে শঙ্করচন্দ্র গ্রামের মণ্ডলপাড়ার মালয়েশিয়া প্রবাসী আসান আলী বাড়ি থেকে গ্রামের লোকজন উল্লাসকে আটক করে। পরে ক্যাম্পে সংবাদ দিলে আমরা সেখান থেকে তাকে গ্রেফতার করি। গতকাল দুপুরে উল্লাসকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। প্রবাসীর স্ত্রী চায়না খাতুনকে ইফটিজিং করার অপরাধে উল্লাসকে ৩ মাসের কারাদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ