চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা তৃণমূল এক কৃষকের ধান কেটে দিয়ে সহযোগিতা করেছেন। শনিবার সকাল নয়টায় থেকে আলমডাঙ্গা উপজেলার জহুরুলনগরের কৃষক ফয়সাল ইসলামের ৪০ শতক জমির বোরো ধান কেটে দেন।
উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক খন্দকার বজলুল করিম জানান, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আহবানে কৃষকলীগের কর্মীরা প্রান্তিক চাষী ফয়সালের ধান কেটে সহযোগিতা করেছে। গত বছরও বেশ কয়েকজন কৃষকের ধান কেটে এভাবে সহযোগিতা করা হয়। চলতি মৌসুমে এধরণের ভালো কাজের আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধান কাটার সময় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষকলীগের সভাপতি এম আজিজুল হক , পৌর কৃষকলীগের সভাপতি সৌমেন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক শাহাবুল হকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।