পেঁয়াজের মূল্যবৃদ্ধির কারণে চুয়াডাঙ্গায় টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮টায় শহরের আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ পণ্য বিক্রি করা হয়। তবে, চাহিদার তুলনায় ক্রেতার সংখ্যা বেশি হওয়ায় আধঘন্টার মধ্যে সকল পণ্য বিক্রি হয়ে যায়। টিসিবি’র সরবরাহকারী ও ক্রেতারা পণ্য সংখ্যা বৃদ্ধির দাবি জানিয়েছেন।
২ কেজি পেঁয়াজ, ৫লিটার সয়াবিন তেল, ৪কেজি চিনি ও ৪ কেজি মশুরী ডালের প্রতি প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৮৬০ টাকা। ভারতীয় ২কেজি পেঁয়াজের কেজি দাম ৬০ টাকা, ৫লিটার সয়াবিন তেলের দাম ৪০০টাকা, ৪ কেজি চিনির দাম ২০০ টাকা এবং ৪ কেজি মশুরী ডালের দাম ২০০ টাকা ধরা হয়েছে।
চুয়াডাঙ্গার টিসিবি’র ডিলার মা এন্টারপ্রাইজের মালিক জহুরুল ইসলাম জানান, ৫০০ জন ক্রেতার চাহিদা থাকলেও ঝিনাইদহের টিসিবি’র ডিপো থেকে ১২০ জনের পণ্য সরবরাহ করা হয়েছে। যা চাহিদার তুলনায় অতি নগন্য । নিরাপত্তা দিতে পুলিশকে রীতিমত হিমশিম খেতে হচ্ছে। তিনি পণ্য বরাদ্দ বৃদ্ধিরও দাবি জানান।