পেঁয়াজের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন করেছে মুজিবনগরের পেঁয়াজ চাষিরা

মুজিবনগর প্রতিনিধি: পেঁয়াজের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুরের মুজিবনগর এর পেঁয়াজ চাষিরা। গতকাল সোমবার বিকেলে কেদারগঞ্জ বাজারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলার বিভিন্ন গ্রামের চাষিরা। মানববন্ধনে বক্তারা বলেন, যখনই পেঁয়াজের মৌসুম শুরু হয় তখনই পেঁয়াজ আমদানি করে সরকার। এর ফলে লোকসানের মুখে পড়ে চাষিরা। এবারও তার ব্যতিক্রম নয়। ভারত থেকে পেঁয়াজ আমদানিতে প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। তারা আরো বলেন, মেহেরপুরের শিক্ষিতরাও আসছে কৃষি উদ্যোক্তা হিসেবে। পেঁয়াজের ন্যায্য দাম না পেলে ভাটা পড়বে উদ্যোক্তাদের প্রচেষ্টায়। পেঁয়াজ চাষি কৃষক মনিরুল ইসলাম বলেন, বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২ থেকে ২৪ থেকে টাকা দরে। বাজারদর নি¤œমুখী রয়েছে। এর ফলে উৎপাদন খরচ উঠবে না বলে দাবি করেন চাষিরা। এ সময় চাষিরা পেঁয়াজ ছিটিয়ে তাদের আক্ষেপ প্রকাশ করেন। পেঁয়াজ চাষি ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলন, ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ না হলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন তারা। এজন্য আগামী ৩মাস পেঁয়াজ আমদানি বন্ধের দাবি জানান উপজেলার চাষিরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে জেলায় এবার ৫ হাজার ৬৬ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। যা থেকে এক লাখ ২২ হাজার ৯শ মেট্রিকটন পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More