কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযানে মুন্সিপুরের কালাম তরফদার (২৬) হিরোইনসহ আটক হয়েছে। পুলিশসুত্রে জানাগেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের এসআই আতিকুর রহমান সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালাই কুতুবপুরের আলাল হোসেনের চায়ের দোকানের সামনের পাকা রাস্তার উপরে। এসময় মুন্সিপুর গ্রামের মাঝাপাড়ার সামাদুল তরফদারের ছেলে কালাম তরফদারের দেহ তল্লাশি করে তার কাছে থাকা ১৮ পুরিয়া হিরোইনসহ তাকে আটক করে পুলিশ সদস্যরা। এবিষয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক জানান, হিরোইনসহ কালাম তরফদারকে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ আটক করে। মাদকদ্রব্য আইনে আসামীর বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ