পুলিশের অভিনব উদ্যোগ : খেলাধুলায় আগ্রহী করে ফুটবল উপহার
চুয়াডাঙ্গায় শিশুদের গেম ও অনলাইন জুয়া থেকে দূরে রাখতে জেলা
স্টাফ রিপোর্টার: বর্তমানে শিশু-কিশোরদের মধ্যে অনলাইন গেম, ফ্রি ফায়ার, পাবজি এবং অনলাইন জুয়ার আসক্তি উদ্বেগজনক হারে বেড়ে যাচ্ছে। এই আসক্তি থেকে তাদের মুক্ত রাখতে ও গঠনমূলক কার্যক্রমে সম্পৃক্ত করতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ নিয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ। চুয়াডাঙ্গা সদর থানার পক্ষ থেকে শিশুদের হাতে তুলে দেয়া হয়েছে ফুটবল। এই উপহার পেয়ে শিশুরা যেমন খুশি, তেমনি অভিভাবকরাও সন্তুষ্ট। এতে করে তারা ফুটবলের প্রতি আগ্রহী হচ্ছে এবং মাঠমুখী হয়ে উঠছে। গতকাল রোববার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা শহরের চাঁদমারী ও বেলগাছি মাঠে জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত এ ফুটবল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান। তিনি বলেন, আমাদের শিশুরা আগামীর ভবিষ্যৎ। তারা যেন কোনো অপরাধে জড়িত না হয়, মাদকে আসক্ত না হয় বা ভয়াবহ সব গেম যেমন ফ্রি ফায়ার-পাবজি কিংবা অনলাইন জুয়ার মতো বিষাক্ত আসক্তি থেকে রক্ষা পায়, সেজন্য খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে এবং সমাজ থেকে অপরাধ দূর করতে সহায়ক হয়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, চুয়াডাঙ্গা সদর উপজেলার প্রতিটি খেলার মাঠে পর্যায়ক্রমে ফুটবল বিতরণ করা হবে। তিনি আরও বলেন, ‘আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। শিশুদের মাঝে উৎসাহ সৃষ্টি করতে আমরা নিয়মিত এমন আয়োজন করবো, যাতে তারা ভালো কিছু নিয়ে ব্যস্ত থাকে ও সমাজের জন্য আদর্শ নাগরিক হয়ে উঠতে পারে।’ চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে দেয়া ফুটবল পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়ে শিশুরা। টিম লিডার সাইমুম জাহান (১৫) বলেন, ‘আমরা খুবই খুশি। পুলিশ স্যারেরা আমাদের একটি ফুটবল উপহার দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা চাই, এই ধরনের উদ্যোগ যেন আরও বাড়ে। তাহলে আমাদের মতো অনেকেই খেলাধুলায় আগ্রহী হবে এবং সমাজে অপরাধ কমবে।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জারিফ হোসেন, সোভান, রোমান, আব্দুল্লাহ, অর্ণব, অলিফ, জিনা, সম্রাট, সামিন, নিরব, সাফিনসহ অনেকে। চুয়াডাঙ্গা সদর থানার এসআই বাবলু খান বলেন, ‘চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলানা (পিপিএম) স্যারের দিকনির্দেশনায় ও সদর থানার ওসি খালেদুর রহমান স্যারের তত্ত্বাবধানে আমরা জেলার বিভিন্ন স্থানে ফুটবল ও অন্যান্য খেলাধুলার সামগ্রী বিতরণ করছি। এতে শিশুরা খুবই উৎসাহী হচ্ছে এবং বিভিন্ন অপকর্ম থেকে নিজেদের দূরে রাখছে।’ তিনি আরও বলেন, ‘খেলাধুলা শুধু শরীর চর্চায় নয়, এটি একটি সামাজিক প্রতিরোধও। একজন শিশু খেলাধুলায় ব্যস্ত থাকলে, সে কখনো অপরাধে জড়াবে না।’ চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (পিপিএম) এর নেতৃত্বে ও আগ্রহে এই উদ্যোগ অব্যাহত থাকবে। আগামীতে জেলার প্রতিটি মাঠে এমন কার্যক্রম গ্রহণ করা হবে, যাতে শিশু-কিশোরদের মাদক, অপরাধ ও অনলাইন গেমের ক্ষতিকর দিক থেকে সুরক্ষা দেয়া যায়। চুয়াডাঙ্গা সদর থানার এই কার্যক্রম জেলাব্যাপী ব্যাপক প্রশংসা অর্জন করেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, এমন কার্যক্রম অব্যাহত থাকলে শিশুদের জন্য একটি নিরাপদ ও সুস্থ সমাজ নিশ্চিত করা সম্ভব হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.