পার্কটি চিত্তবিনোদনের পাশাপশি মুক্তিযুদ্ধের ইতিহাসও নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দেবে
আলমডাঙ্গায় মুক্তিযোদ্ধা জাদুঘর নির্মাণ কাজের জায়গা পরিদর্শনে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা বৌদ্ধভূমিতে মুক্তিযোদ্ধা জাদুঘর নির্মাণ কাজের জায়গা পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। ৭ সেপ্টেম্বর বিকালে তিনি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনকে সঙ্গে নিয়ে আলমডাঙ্গা বধ্যভূমিতে জাদুঘর নির্মাণের জায়গা পরিদর্শন করতে যান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ ও মুক্তিযোদ্ধা জাদুঘর নির্মাণ প্রকল্পের আওতায় আলমডাঙ্গা বধ্যভূমিতে পাঁচকাটা জমির উপর ৬৩ লক্ষ ৭৬ হাজার টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা যাদুঘর নির্মিত হবে। অচিরেই আলমডাঙ্গার বধ্যভূমির মুক্তিযোদ্ধা জাদুঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হবে। এ সময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, এ পার্কটি শুধু চিত্তবিনোদনের ব্যবস্থায় হবে না, একই সাথে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ইতিহাসও নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দেবে। যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে সে সব সূর্য সন্তান জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদেরকে উপযুক্ত সন্মান জানাতে হবে। নতুন প্রজন্মকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের গৌরবগাঁথা স্মরণ করিয়ে দিতে হবে। স্বাধীনতা যুদ্ধে যারা পাকিস্থানী হানাদার বাহিনীর নির্যাতন অত্যাচারে প্রাণ বিসর্জন দিয়েছেন। তাদের সুমহান স্মৃতিকে উত্তর প্রজন্মের নিকট পৌঁছে দিতে আলমডাঙ্গা বধ্যভূমি স্মৃতিস্তম্ভ করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষনের জন্য এ জাদুঘর নির্মাণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক সাংঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, সাংগঠনিক সম্পাদক লাকচু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, মাহমুদুল হাসান চঞ্চল, আশিকুজ্জামান অল্টু, তরিকুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম, বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, কাজল রেখা, আওয়ামী লীগ নেতা অ্যাড. মোখলেচুর রহমান, কালিদুসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান জমির, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগ নেত্রী সাহিদা ইসলাম, মনিরা খাতুন, পৌর ও ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সম্পাদকের মধ্যে সোনাউল্লাহ, মাহবুবুর রহমান, আইনাল মেম্বার, লিংকন জোয়ার্দ্দার, জিয়াউর, আইয়ুব মেম্বার, সাদ আহমেদ, যুবলীগ নেতা আসাদুজ্জামান টুটুল, সৈকত খান, মনিরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, ছাত্রলীগ নেতা রকি, সাকিব, টিটন, সজীব, রোমান, শিহাব, রঞ্জু, রাজিব প্রমুখ।