আলমডাঙ্গা ব্যুরো: পাওনা ৪০ টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে আলমডাঙ্গার বাঁশবাড়িয়া গ্রামের মিলন নামের এক যুবক।
জানা যায়, আলমডাঙ্গার বাঁশবাড়িয়া গ্রামের বয়ঃবৃদ্ধ সুন্নত আলী নিজ জমিতে পাট বুনেছে। একই গ্রামের হাতেম আলীর ছেলে মিলনের বরিং থেকে তিনি পাটক্ষেতে সেচ দিয়েছেন। সেচের দাম ২৬০টাকা। বৃদ্ধ কৃষক সুন্নত আলী তাকে ৩০০ টাকা দেন। বাকী টাকা ফেরত চায়লে পরে দেবেন বলে জানিয়ে দেন। এ ঘটনার কয়েক দিন পর গতকাল মঙ্গলবার সকালে সুন্নত আলী বাকী ৪০ টাকা ফেরত চেয়েছিলেন মিলনের নিকট। এ নিয়ে দুজনের ভেতর বিতন্ডা হয়। পরে বৃদ্ধ সুন্নত আলী মাঠে গেলে সুযোগ বুঝে মিলন তাকে হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে আহত সুন্নত আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ বিষয়ে সুন্নত আলীর ছেলে মহাবুল আলী বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। এঘটনায় সন্ধ্যায় আবারও উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে বলে জানা গেছে।