স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নিষিদ্ধ পলিথিন গুদামে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকার পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় গুদামঘরটি সিলগালা করা হয়। একইসাথে অভিযুক্ত দোকান মালিক আব্দুল মালেককে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে জেলা শহরের বড়বাজার এলাকায় একটি বাড়ির নিচতলায় এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা বড় বাজারপাড়ার একটি বাড়ির নিচতলায় খালেক এন্ড ব্রাদার্সের গুদামে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় গুদামঘরে থাকা প্রায় ৬ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ ও গুদামঘরটি সিলগালা করা হয়। একইসাথে খালেক এন্ড ব্রাদার্সের মালিক আব্দুল মালেককে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক কমল কুমার বর্মন। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার এএসআই আশরাফের নেতৃত্বে পুলিশের একটি দল।