পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৮৩ হাজার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ করা হবে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠির মাঝে কার্ড প্রতি বিনামূল্যে সরকারিভাবে ১০ কেজি পরিমাণ ভিজিএফ’র চাল বিতরণ করা হচ্ছে। এজন্য ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জেলায় ৮২ হাজার ৭১২টি পরিবারের মাঝে ৮২৭ দশমিক ১২ মেট্রিক চাল বরাদ্দ দিয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম দরিদ্র মানুষের মাঝে চাল বিতরণের জন্য চার উপজেলা ও চার পৌরসভার মধ্যে চাল বিতরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে বরাদ্দের অনুমোদন দিয়েছেন।
চুয়াডাঙ্গার চার উপজেলার জন্য ৬৭ হাজার ৩০৮টি কার্ডে বিপরীতে ৬৭৩ দশমিক ০৮০ মেট্রিক টন চাল এবং চার পৌরসভার জন্য ১৫ হাজার ৪০৪ টি কর্ডের বিপরীতে ১৫৪ দশমিক ০৪০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।
চুয়াডাঙ্গা সদর উপজেলায় কার্ডের সংখ্যা ১৯ হাজার ৬৯টি এবং চাল বরাদ্দের পরিমাণ ১৯০ দশমিক ৬৯০ মেট্রিক টন। আলমডাঙ্গা উপজেলায় কার্ডের সংখ্যা ২১ হাজার ৫০টি এবং চাল বরাদ্দের পরিমাণ ২১০ দশমিক ৫০০ মেট্রিক। দামুড়হুদা উপজেলায় কার্ডের পরিমাণ ১৬ হাজার ৭৪৬টি এবং চাল বরাদ্দের পরিমাণ ১৬৭ দশমিক ৪৬০ মেট্রিক টন। জীবননগর উপজেলায় ১০ হাজার ৪৪৩টি কার্ডের সংখ্যা এবং চাল বরাদ্দের পরিমাণ ৬৭৩ দশমিক ৮০ মেট্রিক টন।
চুয়াডাঙ্গা পৌরসভায় কার্ডের সংখ্যা ৪ হাজার ৬২১টি এবং চাল বরাদ্দের পরিমাণ ৪৬ দশমিক ২১০ মেটিন টন। আলমডাঙ্গা পৌরসভায় কার্ডের সংখ্যা ৪ হাজার ৬২১টি এবং চাল বরাদ্দের পরিমাণ ৪৬ দশমিক ২১০ মেট্রিক টন। দর্শনা পৌরসভায় কার্ডের সংখ্যা ৩ হাজার ৮১টি এবং চাল বরাদ্দের পরিমাণ ৩০ দশমিক ৮১০ মেট্রিক টন। জীবননগর পৌরসভায় কার্ডের সংখ্যা ৩ হাজার ৮১টি এবং চাল বরাদ্দের পরিমাণ ৩০ দশমিক ৮১০ মেট্রিক টন। বরাদ্দকৃত ভিজিএফ চাল আগামী ১৬ মার্চের মধ্যে উত্তোলনসহ বিতরণ নিশ্চিত করতে হবে।
চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক শারমিন আক্তার জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠির মাঝে কার্ড প্রতি ১০ কেজি পরিমাণ চাল দেয়া হবে। পৌরসভা থেকে চাল বিতরণ করা হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More