ন্যায় ও ইনসাফ ভিত্তিক দেশ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প কিছু নেই
চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউনিয়নে সাধারণ সমাবেশে জেলা জামায়াতে আমির
গড়াইটুপি প্রতিনিধি: ঐ ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে, যে আল্লাহর পথে আহ্বান করে সৎ কর্ম করে এবং বলে যে নিশ্চয় আমি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত; ব্যানারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গড়াইটুপি ইউনিয়ন শাখার সাধারণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল রোববার বাদ আছর গড়াইটুপি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে গড়াইটুপি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গড়াইটুপি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা শাখার আমির মো. রুহুল আমিন। তিনি তার বক্তব্যে বলেন, গত ৫ই আগস্ট ছাত্রজনতার আন্দোলনের ফলে স্বৈরশাসনের পতনের মাধ্যমে দেশে বিপ্লবী ছাত্রসমাজ দেশে নির্যাতিত জনগণ ও মুক্তিকামী মানুষের স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে। দীর্ঘ ১৬ বছর পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে। ডিবি অফিসের ভয়ঙ্কর চিত্র, সাদা পোশাক বাহিনীর দুর্দান্ত দাপট ও অসহনীয় আচরণ, নির্যাতিতদের দীর্ঘশ্বাসে ৫ই আগস্ট আসতে সাহায্য করেছে। জামায়াতে ইসলামীর ৫জন জননন্দিত নেতাকে তারা ফাঁসি দিয়েছে। অসংখ্য নেতাকর্মীদের মিথ্যা মামলায় জর্জরিত করেছে। কেউ ঘরে শুতে পারেনি মসজিদে যেতে পারেনি। এসব শারীরিক ও মানসিক নির্যাতনের কথা বলে শেষ করা যাবে না। আগামীতে আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। ন্যায় ও ইনসাফ ভিত্তিক দেশ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিকল্প কিছু নেই। অন্যায় অবিচার সবকিছুর বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। ভারত তাদের সুযোগ সুবিধা মত আমাদের অসময়ে পানি দিয়ে ডুবিয়ে মারছে শুষ্ক মরসুমের সময় পানি আটকিয়ে খরা তৈরি করছে। বাংলাদেশর ভাটিতে বাঁধ দেয়ার কথা জানান তিনি। তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশে বানভাসিদের সাহায্যে সকলকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনেক ত্রাণের কাজ চলমান রয়েছে। এরপর তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কুশল বিনিময় করেন ও মন্দির পরিদর্শন করেন। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন দর্শনা থানা জামায়াতের আমির রেজাউল করিম মাস্টার, থানা সেক্রেটারি মাহবুব রহমান টুকু। থানা সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম, থানা বায়তুল মাল সম্পাদক (ক্যাশিয়ার) সিরাজুল ইসলাম, গড়াইটুপি ইউনিয়ন আমির হাফেজ ইউনুস আলী, সেক্রেটারি মশিয়ার রহমান, ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক (ক্যাশিয়ার) আমিরুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড জামায়াত ও শিবিরের শতাধিক নেতাকর্মীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন গড়াইটুপি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মশিউর রহমান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.