নির্বাচনের পরিবেশ কেউ নষ্ট করার চেষ্টা করলে বিন্দু পরিমাণ ছাড় পাবে না
চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউপি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়ষভায় ইউএনও
বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউপি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন নির্বাচন রির্টারনিং অফিসার কামরুল হাসান। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচন একটি উৎসব। সকলের সহযোগিতায় আমরা এ উৎসব পালন করবো। কেউ যদি নির্বাচন আচরণের পরিবেশ নষ্ট করার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শঙ্কার কোনো কারণ নেই। নির্বাচনকে ঘিরে অনেকে হয়তো অনেক কিছু ভেবে রাখতে পারেন। সেটা ভুলে যান। আপনাদের সহযোগিতা পেলে আমার ওপর অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে এতোটুকু পিছুপা হবো না। একটি কথা মনে রাখবেন আমরা এখানে কেউ বসবাস করবো না। আজ যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সবাই সবার প্রতিবেশী এবং আত্মীয়। দলীয় দৃষ্টিভঙ্গি থেকে মত পার্থক্য থাকতেই পারে। এর অর্থ এই নয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার চিরশত্রু। ভোট শেষ হয়ে যাবে আবার যে যার জায়গায় অবস্থান করবে। আপনারা যেনো সহঅবস্থানে বসবাস করতে পারেন সে বিষয়টি মাথায় রাখবেন। তাই আসুন আমরা সবাই মিলে নির্বাচন উৎসব পালন করি। আমি কথা দিচ্ছি নির্বাচন অবাদ সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ হবে। মুহাম্মদ সাদিকুর রহমান আরও বলেন, ইভিএম নিয়ে শঙ্কার কিছু নেই। প্রযুক্তির বদলতে দেশ ডিজিটাল হয়েছে। ইভিএম তারি একটি অংশ। ইভিএম এ ভোট কি ভাবে দিতে হবে উন্মুক্ত পরিবেশে এ প্রশিক্ষণ আগামী ১৭ ও ১৮ অক্টোবর দেয়া হবে। আপনারা সবাই ফাইনালি ভোট দেবার আগে পরীক্ষা করে নেবেন। চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীদের উদ্দেশ্যে বলতে চাই ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিত করার দায়িত্ব আপনাদের। কোথাও কোনো প্রতিবন্ধীকতা সৃষ্টি হলে আমাদেরকে সাথে সাথে জানাবেন। আমরা প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করব। অনুষ্ঠনে বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান কাজল, ওসি (তদন্ত) শেখ মাহাবুব রহমান, তিতুদহ ক্যাম্প পুলিশ ইনচার্জ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্যে মাহাব্বুর রহমান কাজল বলেন, আপনারা র্নিরদিধায় ভোট কেন্দ্রে আসবেন। পুলিশ আপনাদের পাশে ছিলো আছে এবং থাকবে। নবগঠিত গড়াইটুপি ইউপি নির্বাচন আমরা মডেল নির্বাচন উপহার দিতে চাই। আপনাদেরকে নিশ্চয়াতা দিচ্ছি এ নির্বাচনে পুলিশ কোনোভাবেই গায়ে কালিমা লেপন করবে না। উপস্থিত থেকে মতমত ব্যক্ত করেন চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন, শফিকুর রহমান রাজু মাস্টার, আব্দুল মতিন ও রেজাউল কমির।