নারী হোমিও চিকিৎসক গ্রেফতার : বিপুল অ্যালকোহল উদ্ধার
গাংনীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্ক ফোর্সের অভিযান
গাংনী প্রতিনিধি: অবৈধভাবে অ্যালকোহল মজুদ রাখার দায়ে নিলুফা ইয়াসমীন নামের এক হোমিও চিকিৎসককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্কফোর্স। তার কাছ থেকে জব্দ করা হয়েছে এক হাজার ১৪৪ বোতল অ্যালকোহল। গতকাল মঙ্গলবার বিকেলে নিলুফা ইয়াসমিনের গাংনী বাজারের দোকান এবং গাড়াডোব গ্রামের বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়। নিলুফা ইয়াসমীন (৪২) গাংনী বাজারের জেলা পরিষদ মার্কেটের হাফিজ হোমিও হলের স্বত্বাধিকারী ও গাড়াডোব গ্রামের হাফিজ উদ্দীনের মেয়ে। তার বিরুদ্ধে গাংনী থানায় মামলাসহ হস্তান্তর করা হয়েছে।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, নিলুফা ইয়াসমীন দীর্ঘদিন যাবত হোমিও চিকিৎসার আড়ালে অ্যালকোহল বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে তার দোকানে অভিযান চালিয়ে ৬২ বোতল ও পরে তার স্বীকারোক্তিতে নিজ বাড়ি গাড়াডোব থেকে আরো ১ হাজার ৮২ বোতল অ্যালকোহল জব্দ করা হয়। রেক্টিফাইড স্পিরিট বা অ্যালকোহল অবৈধ মজুদ এবং বিক্রির অপরাধে নিলুফা ইয়াসমিনের নামে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, হোমিওপ্যাথি চিকিৎসায় অ্যালকোহল ব্যবহার অত্যাবশ্যকীয়। অ্যালকোহেলের মধ্যেই মূলত হোমিও ওষুধ দিতে হবে। এ কারণে বিভিন্ন কোম্পানী অ্যালকোহল তৈরী করে হোমিওপ্যাথি ওষুধের দোকানে সরবরাহ করে থাকে। তবে সেই অ্যালকোহলের বোতলের আকার ৩০ মিলি। ৩০ মিলির ওপরের বোতলে বা অন্য কোন পাত্রে অ্যালকোহল মজুদ কিংবা সরবরাহ দ-নীয় অপরাধ। নিলুফা ইয়াসমিনের কাছ থেকে যে অ্যালকোহল জব্দ করা হয়েছে তার প্রতিটি ১০০ এমএল।
অভিযানের টাস্ক ফোর্সের সদস্য হিসেবে সেনাবাহিনী, পুলিশ, গাংনী উপজেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যুক্ত ছিলেন।
গাংনী থানার ওসি বানি ইসরাইল জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়েরকৃত মামলায় নিলুফা ইয়াসমিনকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.