নারী নির্যাতনের প্রতিবাদে চুয়াডাঙ্গায় ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি
ধর্ষণসহ সকল নির্যাতনের দ্রুত বিচার দাবি
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে চুয়াডাঙ্গায় ছাত্রদলের মাবনবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. আনোয়ার পারভেজ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সরকার জসিম উদ্দিন সম্রাট। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সিনিয়র সহ-সভাপতি তৌফিক এলাহী, সিনিয়র যুগ্ম-সম্পাদক জুয়েল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন। প্রধান অতিথি আনোয়ার পারভেজ বলেন, দেশে ক্রমাগতভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটে চলেছে যা কোনভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশিত নয়। সরকারের উপদেষ্টারা দায়িত্বশীল হলে কখনোই দেশের পরিস্থিতি এমন হতো না। সকল অপরাধ কর্মের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। প্রধান বক্তা সরকার জসিম উদ্দিন সম্রাট বলেন, যে দেশে আমার মা বোনেরা নিরাপদ নয়, সে দেশ ছাত্রজনতা চাইনি। ধর্ষকদের প্রকাশ্যে শাস্তি দিতে হবে না হলে এদের উচিত শিক্ষা হবে না। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইমুম আহমেদ ইকবাল, সহ-সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক, স্বাধীন শেখ, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, কলেজ ছাত্রদলের সদস্য ওয়াসিম আকরাম খোকন, আকরামুল হক প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.